501
শামীম খানঃ
পরিবেশ বাঁচলে’ বাঁচবে দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে হজ্জেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে ।
সোমবার(২৭জুলাই) বিকালে মহেশপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে হজ্জেল হক ফাউন্ডেশনের সদস্যরা প্রায় ৫০০শত গাছের চারা রোপন করে।
এসময় হজ্জেল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজগার আলী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান নয়ন, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক রাজিব হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হজ্জেল হক ফাউন্ডেশনের পরিচালক শামীম খান বলেন, মুজিববর্ষ উপলক্ষে হজ্জেল হক ফাউন্ডেশন একটি ভিন্নধর্মী কর্মসূচি হাতে নিয়েছে। তাদের উদ্দেশ্য হলো এ বছর এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা।
এলাকাবাসী হজ্জেল হক ফাউন্ডেশনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছে।