করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন পরিস্থিতিতে শিক্ষকদের বৈশাখী ভাতা তোলার সুবিধার্থে ব্যাংক শিট ও এমপিও ভাউচার ওয়েবসাইটে আপলোড করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০২০ খ্রিষ্টাব্দের বৈশাখী ভাতার চেক গত ৯ এপ্রিল ছাড় হয়েছে। বৈশাখী ভাতার ব্যাংক শিট ও এমপিও ভাউচার ডাউনলোড করে মাদরাসার শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতা তুলতে পারবে।
এমপিও ভাউচার ডাউনলোডের পদ্ধতি জানানো হয়েছে
সোমবার (১৩ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে। জারি করা এক আদেশে বলা হয় বৈশাখী ভাতার ব্যাংক শিট ভাউচার ডাউনলোডের পদ্ধতি নির্ধারিত লিংকে প্রবেশ করে নিতে হবে। (https://drive.google.com/folderview?id=1tdknvk3bZO8tB8OKLUrg-gkUifc9QS0g) বৈশাখী ভাতার ব্যাংক শিট ও এমপিও ভাউচার ডাউনলোড করা যাবে।