4
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে গঠিত একটি তদন্ত অনুষ্ঠানে তদন্ত কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান এবং অপর সদস্য ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার।
জানাগেছে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টারের নাবালিকা কন্যা ফেরদৌসী জাহান সুরভী ও উপজেলার ভরতের ছড়া গ্রামের তফিজ উদ্দিনের পুত্র রশিদুল ইসলাম প্রায় তিন বছর আগে পালিয়ে গিয়ে স্থানীয়ভাবে বিয়ে করে ।
এ ব্যাপারে বিভিন্ন মামলা মোকদ্দমা শেষে উভয় পক্ষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কুড়িগ্রামের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। বিবাহ না দিলে তারা আত্মহত্যা করবেন বলে উল্লেখ করেন।
বিজ্ঞ আদালত বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন সে মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সোমবার (২৪ আগস্ট) বাদী বিবাদীসহ কমিটির সদস্য বঙ্গসোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা সদস্য রোকেয়া বেগম অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী অফিসার কারন দর্শানোর নোটিশ এবং ৭ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ জারি করেছে।