কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ সংসদীয় আসন নাগেশ্বরী ও ভ‚রুঙ্গামারীতে যথাযোগ্য মর্জাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর এ উপলক্ষে সকাল ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার এবং উপজেলা প্রশাসন চত্বরে পুস্প স্তবক অর্পন করে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, নাগেশ্বরী সরকারি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সকাল ৯টায় উপজেলা প্রশাসন গেটের সামনে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়।
বেলা ১০টায় উপজেলা প্রশাসনের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নুর মোহাম্মদ নুরু, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর প্রমুখ। এছাড়াও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, শিক্ষা অফিসার কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, যুব উন্নয়ন মনজুর আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফজলুল করিম সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে দিবসটি পালন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনগুলো।