17
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরের পুরন্দপুর গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শনিবার(২২আগস্ট) বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাবেক প্রচার সম্পাদক মক্তার হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও অসহাই মানুষের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।