ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গতকাল বৃহস্পতিবার দুপুরে অফিসার্স ফোরামের উদ্যোগে ৮৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪৮টি মাধ্যমিক বিধ্যালয়, ১০টি কলেজ ও ২৫টি মাদ্রাসা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম,মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান,মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম,মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার,সামছুদ্দিন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,সুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসাহক আলী,কৃষ্ণপুর দালিখ মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেম,মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম,যাদবপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান প্রমুখ।