14
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রমেশ কুমার সাহা, সহকারী কর্মকর্তা আল মামুন, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার বেনজামিন বিশ্বাস, শেখ মোজাম্মেল হক প্রমুখ।
এর পূর্বে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়।