34
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯ নং যাদবপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিনসহ একই পারিবারের ২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠানো হলে সেখান পরীক্ষার পর বুধবার (১৫ জুলাই) সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য ১৫ জুলাই ঝিনাইদহ জেলায় ৩৩ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুরে ২ জন। মহেশপুরে ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ১১জন সুস্থ হয়েছেন এবং ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।