শামীম খানঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠ থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল একটি আনান্দ র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ,সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান জিয়া,
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু হানিফ,জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ শান্তি,পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক আলমগীর কবির,যুগ্ন আহবায়ক নাজমুল হাসান লাল্টু,উপজেলা শ্রমীকলীগের সভাপতি সাহেব আলী মিয়া প্রমুখ।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও ৭৩তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষীকির কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে।
এর পর্বে সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।