13
শামীম খানঃ
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইদুর নিধন করি’ এই শ্লো-গানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ইদুর নিধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহেশপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালী বের করা হয় ।র্যালীটি শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কৃষি অফিস চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন সরকারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রানী সম্প্রসারন কর্মকর্তা ফজলুল করিম,সহকারী প্রগ্রামার তহিদুল ইসলাম,উপ-সহকরী কৃষি কর্মকর্তা আব্দুল হাদি ও মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে ইদুর মারায় বিশেষ অবদান রাখায় কয়েকজন কৃষকের মাঝে পুরস্কার বিতরন করা হয়।