25
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বৃহস্পতিবার(২৩জুলাই)রাতে পৌর এলাকার বোয়ালিয়া গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় টাকা ও তাসসহ ৫ জুয়ারীকে আটক করেছে।
আটক কৃতরা হচ্ছে নস্তী গ্রামের ইয়াকুব আলী (৪০),শাহীন মিয়া (২৪),জলিলপুর গ্রামের জসিম উদ্দীন (৩৮),যুগিহুদা গ্রামের শাহাজান আলী (৪৫) ও বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদ মণ্ডল (২৪)।
মহেশপুর থানার সেকেণ্ট অফিসার এস আই আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বোয়ালিয়া গ্রামের একটি বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় ১৫ হাজার ১৭০ টাকা,তাস পাটিসহ ৫ জুয়ারীকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, আটক কৃত জুয়ারিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সকালে ৫ জুয়ারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সকালে জুয়ারিদের আটক করায় তাদের পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদেরকে থানায় এসে ধন্যবাদ জানিয়েছেন।