20
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় ইমন আলী (২০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর আরোহী রিপন (৩০) আহত হন। নিহত ইমন আলী উপজেলার বামনগাছী (বেলেমাঠ) গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভালাইপুর-খালিশপুর সড়কের বালির গর্ত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেল আরোহী ইমন আলী ও রিপন গুরুত্বর আহত হন। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ইমন আলীকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।