16
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পর্যায়ে তিন দিন ব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
৯টি ভিন্ন ভেন্যুতে উপজেলার ৭২টি স্কুল ও মাদ্রাসা ”দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রথম রাউন্ডে ৩৬টি দল বাছাই করা হয়েছে। সোমবার দ্বিতীয় রাউন্ডে ৩৬টি দল পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। মঙ্গলবার ১৮টি স্কুল সেমিফাইনাল রাউন্ডে অংশ নেবে।
এর পর একই দিনে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী,প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা,সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন,একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার প্রমূখ।