25
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। আক্রান্ত ব্যক্তিরা হলেন-উপজেলার আজমপুর ইউপির মদনপুর গ্রামের ২জন, মান্দার বাড়িয়া ইউপির সংকরহুদা গ্রামের এক জন, ফতেপুর ইউপির সারাতলা গ্রামের এক জন।
৪জনই নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে রবিবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, ৩০আগস্ট ঝিনাইদহ জেলায় ২০জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে এমধ্যে মহেশপুরে ৪জন। মহেশপুরে ৫৬জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪৮জন সুস্থ হয়েছেন এবং ৮জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।