108
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার(৩০জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর দেওয়া নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের মাঝে বরাদ্দকৃত চেক বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।
পরে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ১১৯ নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের মাঝে ৪ লাখ ৭২ হাজার ৫০০টাকার চেক বিতরণ করেন।