ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর জিসান (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। নিহত শিশু উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পেয়ে শিশুটির পরিবার থানায় একটি সাধারন ডায়েরি করেন। নিখোঁজের পাঁচদিন পর সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করে। শিশুটির শরীরে নির্যাতনের কোন চিহ্ন নেই। এছাড়া মনে হচ্ছে গত রাতেই সে মারা গেছে। ফলে কিভাবে সে মারা গেছে তা এখনি বলা যাচ্ছেনা। তবে তদন্ত চলছে আশা করছি দ্রæতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।