ঝিনাইদহের মহেশপুরে বাথানগাছি গ্রামে বিদ্যাকানন গণগ্রন্থাগারের পক্ষ্য থেকে প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪০ টি কর্মহীন, ভ্যান চালক, চায়ের দোকানদার, নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত পরিবারে মাঝে খাদ্যসামগ্রী ( ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ কেজি আলু, ১ টি মিষ্টি কুমড়া, ১টি সবান) উপহার বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে৷
বুধবার(২২এপ্রিল) দুপুরে দ্বিতীয় ধাপে ৪৭ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ভ্যানে করে বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান বেল্টু, মোঃআক্তারুজ্জামান, মোঃ হারুন অর রশিদ, ডাঃ মনিরুল ইসলাম, আনিচুর, শাকিল, কামরুল, রেশাদ হাসান, আপন,আশিকুর,গোলাম আরাফাত রাব্বি,তুষার, পিন্টু, অলিক, রিয়াদ,মইন,রিফাত,শিমুল,সাকিব সহ আরও লাইব্রেরীর সদস্যবৃন্দ।
করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াই। আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
মনে রাখবেন, আপনার একটা ভুল, আপনার ও আপনার পরিবারের সারাজীবনের কান্না হতে পারে।
প্লিজ,একটু কষ্ট করুন,ঘরে থাকুন সুস্থ থাকুন।এ আহ্বান জানান বিদ্যাকানন গণগ্রন্থাগার।