শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট, মহিলা সহ ২জন আহত হয়েছে। এ ঘটনায় আজ সোমবার মহেশপুর একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভাধীন নওদাগ্রামের মৃত মল্লিক চাঁদ মন্ডলের ছেলে রকিব উদ্দিন এর সাথে প্রতিবেশী মৃত নিজাম শেখের ছেলে শরিফুল ইসলাম(শরি), রয়েল বক্সের ছেলে আব্দুল খালেক এবং ওয়াজেদ উদ্দিনের ছেলে সাইদুল ইসলামের সাথে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা চলে আসছিল।
তারাই জের ধরে গত ১৭ই এপ্রিল আসামীরা আচমকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রকিব উদ্দিনের উপর হামলা করে গুরুতভাবে আহত করে। এ সময় তার স্ত্রী মরিয়ম খাতুন ঠেকাতে গেলে তাকেও বে-ধড়ক মারপিট করে। তার স্ত্রীর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যায়। ২০শে এপ্রিল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
আহত রকিব উদ্দিন জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে তাকে ঐ স্থান থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।