8
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে বুধবার(১৪অক্টোবর) সকালে এলাকার সাত জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
সকালে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন শৃঙলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,
ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ হক, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সমাজসেবা কর্মকর্তা জুলফিক্কার আলী প্রমুখ।