17
শামীম খানঃ
সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় পুলিশ ১০০ বোতল ফেন্সিডিলসহ নারী ব্যবসায়ী জয়তুনেছাকে (৫৫) আটক করেছে। এসময় ভাড়ায় চালিত মটর সাইকেলসহ মালিক রমজান আলীকেও (৪০) আটক করা হয়েছে।
গত বুধবার(৯সেপ্টম্বর) রাতে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সীমান্ত এলাকার মাইলবাড়ীয়া গ্রামের ভিতরের রাস্তা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলামের নেতৃীত্বে এসআই রাকিব, এ এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ভিতর থেকে ১০০বোতল ফেন্সিডিল একটি টিভিএস কালো রঙ্গের মোটর সাইকেলসহ মাইলবাড়ীয়া গ্রামের মৃত মোতালেবের স্ত্রী জয়তুনেছা ও লড়াইঘাট গ্রামের রবিউল ইসলামের ছেলে রমজান আলীকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফেন্সিডিল আটকের এঘটনায় বুধবার রাতেই থানায় মামলা হয়েছে।
ফেন্সিডিলসহ আটক কৃতদেরকে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মহেশপুরকে মাদক মুক্ত করার জন্য থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে চলবে।