14
শামীম খানঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম বার্ষিক উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৭অক্টবর) বিকাল ৪টায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন যশোর একাদশ বনাম বেনাপোল একাদশ। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে যশোর একাদশ ২ গোলে বেনাপোলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান নুথানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, শেখ হাশেম আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।