16
শামীম খানঃ
মহেশপুর থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার সময় মহেশপুর-চৌগাছা সড়কের নওদাগ্রাম মোড়ে মরট সাইকেল দূর্ঘটনায় ইসমাইল হোসেন (২৩) ও রকি (২২) নামের দু’ভাই নিহত হয়েছে।
নিহত ইসমাইল হোসেন ও রকি চাচাতো ভাই বলে জানাগেছে। নিহতরা হচ্ছে যশোরের চৌগাছা উপজেলার হিজলির বড়কাকুরিয়া গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন ও রফি উদ্দীনের ছেলে রকি।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৭আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-চৌগাছা সড়কের নওদাগ্রাম মোড় নামক স্থানে।
এলাকাবাসী জানান,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি ইয়ামা মটর সাইকেল যোগে তারা বাড়ী ফেরার সময় নওদাগ্রাম মোড়ে মরট সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে বাঁশঝাড়ের মধ্যে চলে গেলে এ দূর্ঘটনাটি ঘটে।
ইসমাইল হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। রকিকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পথে মধ্যে চৌগাছার হাজরা খানা নামক স্থানে আহত রকির মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,মরট সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে বাঁশবাগানের মধ্যে চলে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপর জন যশোরে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।