7
শামীম খানঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে সীমান্ত এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হবুকে (৪০) আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, মহেশপুর থানার এস আই জমির হোসেন মঙ্গলবার গভীর রাতে শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে শ্রীনাথপুর গ্রামের ফারুক হোসেন ও খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হবুকে আটক করে। পরে আজ বুধবার(১জুলাই) দুপুরে তাকে ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, হাবিবুর রহমান হবু ও তার ভাই ভাইপোদের ভয়তে এলাকার কোন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পর্যন্ত পায়না। ফলে তারা একের পর এক এলাকায় অপরাধ করে চলেছে।
উল্লেখ্যঃ গত ২৪ মে বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তার উপর পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধে শ্রীনাথপুর গ্রামের ফারুক হোসেন ও খাইরুল ইসলামকে দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করে অনন্তপুর গ্রামের হাবিবুর রহমান হবু ও ভবনগর গ্রামের মুনতারিন ইসলাম।