ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর ফারিয়ার অস্থায়ী কার্যালয়ে গত শুক্রবার রাতে ফারিয়ার উপদেষ্টাসহ সকল সদস্যদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সন্মতি ক্রমে ফারিয়ার প্রধান উপদেষ্টা খান নাজমুস সুলতানকে আহবায়ক ও সৈয়দ গোলাম মতুর্জাকে যুগ্ন-আহবায়ক ও নিখিল চন্দ্র অধিকারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন খালেদ মোশারফ,মোস্তফা আকবার হোসেন,আবুল কালাম আজাদ,আয়ুব হোসেন,রঞ্জু আহাম্মেদ,তরিকুল ইসলাম জুয়েল,শিমুল হোসেন ও মারুফ হোসেন।
মহেশপুর ফারিয়ার প্রধান উপদেষ্টা খান নাজমুস সুলতান জানান, মহেশপুরে ফারিয়ার নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ার কারনেই সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।