ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার সকাল সাড়ে ৫টার দিকে র্স্মাট ফোন হাউজের দোকানের সাটার ভেঙ্গে চুরি করার সময় হাবিবুর রহমান (৪৩),খলিলুর রহমান (৪৫) ও বাবু মোল্লা (৪৬) নামের তিন চোরকে আটক করেছে এলাকাবাসী।
পরে তাদেরকে গনোধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ্দ করেছে। আটককৃত চোররা হচ্ছে যশোর শহরের ধর্মতলার রেল বস্তির শাহাজাহান মুন্সির ছেলে খলিলুর রহমান, অভয়নগর নওয়াপাড়া এলাকার আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার আব্দুর রব মোল্লার ছেলে বাবু মোল্লা। স্মার্ট ফোন হাজজের ম্যানেজার নয়ন জানান, সকাল সাড়ে ৫টার দিকে ৩ চোর দোকানের সাটার ভেঙ্গে ভিতরে চুরি করার সময় তাদেরকে হাতে-নাতে ধরা হয়। পরে তাদেরকে থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।