ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে চোরাই পথে ভারতে যাওয়ার সময় বিজিবি’র সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করেছে। পরে বিজিবি’র সদস্যরা আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করেছে। আটক কৃতদের মধ্যে ৪জন নারী,৪জন শিশু ও ৪জন পুরুষ রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সেজিয়া একাআশি পাড়ার ভিতর থেকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের দীনবন্ধু সরদার (৫৮),স্ত্রী পারুল রানী (৫০), কন্যা সান্তনা (১৪),ছেলে সুমন সরদার (৩৩),স্ত্রী তমা সরদার(১৮),সুরভী রানী (২০), বান্দারবান জেলার লামা উপজেলার করুপপাতা ঝিরি গ্রামের জেসমিন আক্তার (৩০),মেয়ে ছেনুয়ারা (১৩), ছেলে মেহেদী হাসান (১১),ইয়াছিন আলী (১০), কামাল হোসেন (৩৫) ও ঢাকা জেলার শাখারী বাজার এলাকার সানী সরকারকে (৩২) আটক করে।
এঘটনায় গতকাল শনিবার সকালে মহেশপুর থানায় মামলা হয়েছে।