23
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সীমিত আকারে বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু হবে ‘সংসদ টেলিভিশনে’ আগামী ২৯ মার্চ রোববার থেকে।২৪ মার্চ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ২৮ মার্চ থেকে শুরু করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। গত তিনদিন ধরে রেকডিং করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। নতুন রেকডিং বন্ধ রয়েছে। তাই সীমিত আকারে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কিছু বিষয়ের পাঠদান শুরু হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে। তবে, কোনো রুটিন ঠিক করতে পারেনি এখনও। টিভির মাধ্যমে পাঠদানের মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটুআই এবং । সহযোগীতা করবে ব্যানবেইসসহ অন্যান্যরা।
প্রতিদিন সাতটি করে প্রতিসপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। বাসায় বসেই শিক্ষার্থীরা টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারবে।এ টু আই’ প্রকল্পের কারিগরি সহায়তায় মাধ্যমিক শিক্ষা স্তরের এই একাডেমিক কার্যক্রম প্রচার হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।