ঝিনাইদহ প্রতনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে ম্যাগনেট ব্যবসায়ী প্রতারক ফরিদ হোসেনকে (৪৫) আটক করেছে। পুলিশ সীমান্ত বর্তী মাইলবাড়ীয়ার ঢাকাপাড়ার তার শ্বশুর বাড়ী থেকে আটক করেছে।
এলাকাবাসী জানান, মাইলবাড়ীয়ার ঢাকাপাড়ার আবু সাইদের মেয়ে জামেনা খাতুনের সাথে জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের ম্যাগনেট ব্যাসায়ী পরিদের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফরিদ তার ব্যবসার জন্য এলাকায় ঘর জামাই হিসেবে বসবাস করে আসছে। এলাকাবাসী আরো জানান, ফরিদ এলাকায় ম্যাগনেট ব্যবসার জন্য বিভিন্ন ব্যাক্তি কাছ থেকে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক কৃত ফরিদ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ম্যাগনেট ব্যবসার জন্য প্রতারনার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে ৪০৪/৪২০ ধারায় একটি প্রতারনা মামলা হয়েছে। তিনি আরো জানান,আটক কৃত ফরিদকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।