শুক্রবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন।করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই উৎপত্তি হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন।
সাক্ষাতকারে পম্পেও দাবি করে বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকেই করোনাভাইরাসের বিষয়ে জানতো চীন। কিন্তু তা তারা লুকিয়েছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঠিক তথ্য দেয় নি। এটার জবাবদিহির প্রয়োজন আছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্টে মৃত্যু এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতির জন্য যারা দায়ী তাদের জবাবদিহি আমাদের প্রয়োজন।
পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকভাবে আমরা সব দেশের সঙ্গে কাজ করছি যাতে তারা সঠিক কাজ করে। যাতে অর্থনীতি আবার চালু হয়। আর উহান থেকে করোনাভাইরাস উৎপত্তি এটি নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে যাচ্ছি। বৈশ্বিক মহামারির এমন পরিস্থিততে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে বলেও সাক্ষাতকারে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।