8
ফাহাদ হোসেন সাহস,রংপুর প্রতিনিধিঃ
পাচঁ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে রংপুরের শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন ও আখচাষি কল্যান সমিতি। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন এর চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলসহ এর জন্য এ মানববন্ধন।শনিবার সকাল ১১টার দিকে শ্যামপুর সুগার মিলস প্রাঙ্গণে এই মানববন্ধনে প্রায় দেড় হাজার স্থানীয় গন্যমান্য শ্রমিক,চাষি ও ব্যক্তিবর্গ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান,চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,গোপালপির ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু মোত্তালেব, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান বিদ্যুৎ,চন্দনপাট ইউনিয়ন আ’লীগের সভাপতি সনজিত কুমার নাড়ু, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাফি ইসলাম , আ’লীগের সাধারন সম্পাদক নুরে কাউসার বকুল, ,শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক বুলু আমিন, সাবেক সাধারন সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু,গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল ওয়াহাব প্রমুখ।
বক্তরা বলেন, রংপুরের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস্ এর লোকসান দেখিয়ে বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তারা।তাদের পাচঁ দফা দাবি আদায়ের লক্ষ্যে দাবি দ্রুত চিনি শিল্প বন্ধের প্রতিক্রিয়া বাতিল করতে হবে । ৫ মাসের বকেয়া বেতন সহ সকল বকেয়া পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্রাজুইটি পরিশোধ করতে হবে । আসন্ন ২০২০-২১ মৌসুমের মালামাল প্রদান করতে হবে । আখ চাষিদের প্রয়োজনীয় উপকরণ সার, বীজ, কীটনাশক প্রদান করতে হবে এবং আখ চাষীদের আখের মূল্য যথাসময়ে প্রদান করতে হবে ।