118
ফাহাদ হোসেন সাহস,রংপুর প্রতিনিধিঃ
রংপুরে পরকীয়া প্রেমে শ্রী চন্দনের গৃহবধূ (৫)পাঁচ বছর বয়সের ফুটফুটে এক কন্যার মাতা শ্রী ববিতা সাথে অবৈধ্য কাজে লিপ্ত হবার সময় এলাকাবাসী লিটন নামের এক পুলিশ সদস্যকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে আমাশু কুকরুল পূর্ব পাড়ায় শ্রী চন্দনের বাড়ি থেকে লিটন নামের পুলিশ সদস্যকে আটক করে গ্রামবাসীরা।
জানা যায় মোঃ লিটনের বাসা তারাগঞ্জে এবং সে একজন পুলিশ সদস্য। লিটন এবং শ্রী চন্দনের গৃহবধূ এক কন্যার মাতা শ্রী বোবিতার ফেসবুক মিডিয়ার মাধ্যমে দীর্ঘ দুই বসর যাবত সম্পর্কে লিপ্ত ছিল। গ্রামবাসীর নিকট আটক হবার পরে লিটন তাদের দুজনের মাঝে গড়ে ওঠা সম্পর্কের কথা প্রকাশ করে।
পরে ঘটনা স্থানে পুলিশ আসে এবং এস আই আলতাব এর নেতৃত্বে লিটনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।