মোঃফাহাদ হোসনে সাহস,রংপুর প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) সকাল থেকে রংপুরের আকাশ কুয়াশায় ঢেকে আছে । রংপুরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। পাশপাশি বাড়ছে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া।সেই সঙ্গে বাড়ছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলে ঘন কুয়াশা, হালকা বৃষ্টি আর শীতল বাতাস বয়ে যেতে পারে। আর এতে আরও বাড়তে পারে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, চলতি ডিসেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে।