মোঃ ফাহাদ হোসেন সাহস,রংপুর প্রতিনিধিঃ
জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য পরীক্ষাচলাকীন সময়ে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২জন ভূয়া পরী¶াথীকে অটক করেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মোঃ রাহাত বিন কুতুব আাজ শুক্রবার(১১ ডিসেম্বর) ভূয়া পরীক্ষার্থীরা হলেন মোঃ শহীদুল্লাহ ও ওসমান আলী। তাদের দুজনের বাসা জামালপুর এবং ফরিদপুরে।তাদের দুজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন।