587
শামীম খানঃ
ধান কাটার শ্রমিক না পাওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়া সমসের আলি নামের এক কৃষকের দুই বিঘা ৭ কাটা জমির ধান কেটে দিয়েছেন মহেশপুর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুবেল খান ও নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৫ মে) সকাল থেকে বেগমপুর ১ নং ওয়ার্ডের রোজা নিয়ে কৃষকের ধান কেটে দেন তারা।
মহেশপুর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুবেল খান বলেন, শমসের আলি কৃষক পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়ে আমাদেরকে জানান। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের রুটিন ওয়ার্ক হিসেবেই কৃষক শমসের আলীর ধান কেটে দিয়েছি। আমাদের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
জাতির এ দুর্দিনে আমরা যে কারও বিপদে পাশে দাঁড়াতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের প্রায় ১০ জন নেতা-কর্মী রোজা রেখেও এ স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছেন।
ধানকাটায় অংশ নেন, মোঃ আযাদ শেখ, ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি মো: লুতিফুল ইসলাম, অপূর্ব নন্দী, জুয়েল রানা,শেখ লিমন,হাছুন রাজা,পাপ্পু ইকবাল,সনেট, রিজভি, ও অনেকে।