38
করোনা ভাইরাসের প্রভাবে রাজশাহীর বাজারগুলোর কাচা সবজির দাম বেড়েই চলেছে। সাধারণ শাক সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেবুর দামও। প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অথচ এই লেবু কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা হালি। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার এবং খড়খড়ি পাইকারি আড়ত ও খুচরা বাজারে গিয়ে এমন চিত্র দেখা দেখা গেছে।
খুচরা বিক্রেতা জমির উদ্দিন বলেন, করোনা ভাইরাস আতঙ্কে মানুষ বেশি বেশি বাজার করছে। অনেকের ধারণা বাজার বন্ধ থাকবে। বাজারে সবধরনের জিনিসের বেশ চাহিদা রয়েছে। তারপরও দাম একটু বেশি।
সবজি ব্যবসায়ীরা বলছেন– এখন লেবুর সময় না হলেও বাজারে এর চাহিদা অনেক বেশি। রয়েছে সরবরাহের ঘাটতি। তাই দাম বেড়েছে। খুচরা বাজারে প্রতিটি লেবু ১০ টাকা থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে।