3
ফকির লালন সাইয়ের মাজারে রোববার (১৭ মে) সকালে মাজারের খাদেম রিপন ঘরের দরজা খুলে সিন্দুকের তালা ভাঙা দেখে পুলিশকে খরব দেন।কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ীর ফকির লালন সাইয়ের মাজারের তিনটি বড় কাঠের সিন্দুক ভেঙে সব টাকা চুরির ঘটনা ঘটেছে।
পুরো লালন একাডেমি এবং মাজার প্রাঙ্গণজুড়ে সিসি ক্যামেরা থাকার পরও কীভাবে এ চুরি সংগঠিত হলো তা নিয়ে সাধুগুরুসহ সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এরকম একটি জায়গায় এভাবে চুরি হওয়াটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য কুষ্টিয়ার র্যাব-১২ কে তিনি বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
করোনা সংক্রমনের প্রতিরোধের কারণে লালনর মাজারে জনসমাগম নিষিদ্ধ এবং মাজার ও অধিকাংশ সময় বন্ধ থাকে তাই কবে কখন এ চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।