1
মিজানুর রহমার (ডামুড্যা)শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নে আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পূূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ ভবনের সভা কক্ষে এ আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর- ৩ আসনের সাংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক এম.পি
ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, আরো বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মাল, সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুদ পারভেজ লিটন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগন,নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন মাল ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিজি,
পূর্ব ডামুড্যা ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করায় প্রায়াত জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক এম.পির সু-যোগ্য পুত্র শরীয়তপুর-৩ মাননীয় সংসদ সদস্য জননেতা নাহিম রাজ্জাক এম.পি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রতকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
নতুন কমিটি ঘোষণা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।নতুন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মাল বলেন, ৭৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সৎ, যোগ্য ও মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ২১ সদস্যের উপদেষ্টা সদস্য রাখা হয়েছে ও বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে।
সাধারণ -সম্পাদক মাহাবুবুর রহমান মিজি বলেন, কমিটির সকল নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ কমিটির সকল নেতার শুভেচ্ছা জানিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, জননেতা জনাব নাহিম রাজ্জাক এম.পি।