1
মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা জাকের পার্টি ছাত্রী ও মহিলা ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী কোহিনুর কলি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদিকা লিপি ইসলাম, জেলা ছাত্রী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদিকা ঝিলু আক্তার সহ জাকের পার্টি ছাত্রী ও মহিলা ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
ডামুড্যা উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী হয়েছেন নাসিমা বেগম, সাধারণ সম্পাদিকা হয়েছেন রেকছনা বেগম, ডামুড্যা উপজেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী হয়েছে ফরিদা খাতুন, সাধারণ সম্পাদিকা হয়েছে শেফালী আক্তার।