1
পূর্ব ঘোষণা অনুযায়ী জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার দ্বিতীয় ধাপে ডামুড্যা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো। এ প্রসঙ্গে শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম ওরফে ভিপি সালাম বলেন, আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য জেলার প্রতিটি উপজেলায় অল্প কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।
শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আমার বিশ্বাস।
ডামুড্যা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম মোক্তার হোসেন কামাল বলেন, নতুন কমিটির সকল সদস্যদের নিয়ে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যেতে চাই। ডামুড্যা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম শান্ত বলেন, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় আমরা আরো সংগঠিত হয়ে দলীয় সেবা করে যেতে পারবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ সালাম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পাহাড়, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সোহাগ খান, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পলাশ খান, পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান সহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।