6
মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি বিএম ছাত্তার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, পৌরসভা সভাপতি সুজন মিজী, সাধারণ সম্পাদক বাদল বেপারী, উপজেলা দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহেল সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীগণ।