মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক দুর্ঘটনায় ডামুড্যা পূর্ব মাদারীপুর কলেজের ছাত্র আবু সাঈদ ইমন মল্লিক (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ টার সময় গোসাইরহাট উপজেলার কালিখোলা গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায় আবু সাঈদ ইমন মল্লিক ডামুড্যা উপজেলার শিধলকুড়া গ্রামের শাজাহান মল্লিকের বড় ছেলে। তিনি এবার সরকারি পূর্ব মাদারীপুর কলেজ (ডামুড্যা)থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা দুই ভাই।
গোসাইরহাট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী বলেন ইমন গোসাইরহাট যাচ্ছিল তার মোটরসাইকেল করে বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত ইমন কে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাইরহাট হাসপাতলে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমনের এক প্রতিবেশী বলেন, ‘কিছুদিন আগে ওর বাবা ওকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছে ও খুব ভালো ছেলে ছিল।’
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মোল্লা শোয়েব আলী বলেন উপজেলার কালিখোলা গোরস্থান এলাকায় মোটরসাইকেল ও বেবিটেক্সি সাথে সংঘর্ষ হয়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।