মিজানুর রহমান, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে রাত ১২:১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এসময় ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম বেপারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি ও স্থানীয় নেতাকর্মী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।