112
উৎস ডেস্কঃ
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে টাঙ্গাইলের সখীপুরে শামসুল হক (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার সময় উপজেলার দিঘীরচালা এলাকায় তার নিজ বাড়িতে তিনি মারা যান। সে বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, আজ বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) পাঠানো হয়েছে। সেই সাথে ওই বাড়ির সবাইকে হোম কোয়রেন্টিনে থাকতে বলা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি নিজে গিয়ে ওই বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি। ওদের যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিতে বলছি। আমি ওদের সহযোগিতা করবো।