দেশের বিভিন্ন এলাকা থকে করোনা সন্দেহে রোগীর নমুনা নষ্ট হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ভুলের কারণে। অনেকের করোনা নমুনা সংগ্রহের পরেও ল্যাবে সেটি পরীক্ষা করা যাচ্ছে না। এ কারণে গত বুধবার রাজশাহী বিভাগের সিভিল সার্জনদের চিঠি দেয়া হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে। তাতে উল্লেখ করা হয়েছে, যাদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে, তাদের নাম-ঠিকানাসহ বিস্তারিত পাঠাতে হবে।
রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা পরীক্ষা ল্যাব থেকে পাওয়া তথ্য মতে, গত ১ এপ্রিল পরীক্ষা শুরুর পর গত ১৫ এপ্রিল পর্যন্ত ল্যাবটিতে রাজশাহীর আটটি জেলার ৮৫৬ জনের নমুনা এসেছে। যার মধ্যে পরীক্ষা করা সম্ভব হয়েছে ৬৬৮ জনের। সেই হিসাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক স্বাস্থ্যকর্মী নমুনা সংগ্রহের পর ল্যাবে পাঠানোর সময় রোগীর নাম-ঠিকানা বা পরিচয় লিখে পাঠাচ্ছে না। এ কারণে রক্তের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না।করোনা নমুনা
যার অন্যতম কারণ উপজেলাগুলো থেকে দেওয়া নমুনার গায়ে ঠিকমতো আইডি (নাম-পরিচয়) উল্লেখ না করা।