39
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে শনিবার সকালে ফতেপুর-মহেশপুর সড়কে সাংবাদিক ও এলকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা এই মামলাকে উদ্দেশ প্রণোদিত, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, নির্যাতিত নারী ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম সহ এলাকার সচেতন মহল।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় তারা সাংবাদিক আব্দুর রহমানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছে তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশ গ্রহন করে।