2
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন ও ‘কোভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এ মেলার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ইউএনও শাশ্বতী শীল, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর চেয়ারম্যান আব্দুর রশিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, ইদ্রাকপুর আদর্শ মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ।
দিন ব্যাপী মেলায় উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশ গ্রহণ করেন। মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, পৌর ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ভিত্তিক বেশ কিছু প্রজেক্ট প্রদর্শন করেন।